টেকসিঁড়ি রিপোর্ট : বেসিস প্রতিনিধিরা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি,-এর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে বৈঠক করেন । বেসিসের নির্বাচন নিয়ে আলাপকালে তিনি যতদ্রুত সম্ভব বেসিসের সংস্কার সাপেক্ষে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।
এ সময় বেসিস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিস প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান, বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির, কো-চেয়ারম্যান জনাব সৈয়দ মামনুন কাদের, কো-চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রাইসুল কবির, মেম্বার (অর্থ) ফৌজিয়া নিগার সুলতানা, ফিদা হক, জসিম উদ্দিন নিজামী, আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, মোস্তাইন বিল্লাহ এবং এ এইচ এম রোকমুনুর জামান রনি।
বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতের সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেসিসের গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এবং ব্যবসা বাড়ানোর লক্ষ্যে বেসিস জাপান ডেস্ক ও বেসিস আমেরিকা ডেস্কের প্রশংসা করার পাশাপাশি ইইউ ডেস্ক প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
আলোচনায় বেসিস প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান বেসিসে যোগদানের পর থেকে এখন পর্যন্ত তার গৃহীত এবং সম্পাদিত বিভিন্ন কাজের সংক্ষিপ্ত বিবরণ পেশ করেন।
আলাপকালে বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেন। তিনি অনিয়মিত বেসিস সদস্যদের নিয়মিতকরণ, স্পেশাল অডিট, মেম্বার কমপ্লায়েন্স অডিট এবং বেসিসের গঠনতন্ত্র সংশোধন ইত্যাদি বিষয়ে পরিকল্পনা এবং অগ্রগতি তুলে ধরেন।
এছাড়াও তিনি সরকারি দরপত্রে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের ক্ষেত্রে সহায়তা প্রদানের পাশাপাশি তিনি বেসিস-এর নিজস্ব ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দের ব্যাপারে তথপ্রযুক্তি সচিবকে অনুরোধ জানান।
বৈঠকে বেসিস সহায়ক কমিটির কো-চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, পিপিআর-এর বর্তমান নীতিমালায় সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবার জন্য নতুন STD তৈরি বা বর্তমান STD-এর সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। পাশাপাশি তিনি সরকারের সকল কর্ম সম্পাদনের জন্য ‘Total Digital Transformation Roadmap’ তৈরির বিষয়ে পদক্ষেপ নিতে সুপারিশ করেন।
পরিশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বৈঠকে উল্লেখিত সকল বিষয়গুলো বিবেচনার আশ্বাস প্রদান করেন ।