23 C
Dhaka
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

হাল্ট প্রাইজ ব্যাংকক’ ২৪ সামিটে আমন্ত্রণ পেলো বিডিইউ’র “টীম এডুএসিস্ট”

টেকসিঁড়ি রিপোর্ট : চলতি বছরে জুনের ২১শে থেকে ২৪ তারিখ তিন দিন ব্যাপি “হাল্ট প্রাইজ ব্যাংকক ২০২৪ সামিট” প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিডিইউ এর টীম এডুএসিস্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে চুলালংকর্ন ইউনিভার্সিটিতে এই সামিট আয়োজিত হবে ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির এডুকেশন টেকনোলজি বিভাগের তিন শিক্ষার্থী মো. আয়মান আসিফ, মো. মুরাদ হাসান এবং কে এম বদরুদ্দোজা এর সমন্বয়ে গঠিত “টীম এডুএসিস্ট” বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের শিক্ষার জন্য জন্য কাজ করে যাচ্ছে। এই দলটি গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিডিইউতে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস লোকাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

এবার প্রতিযোগিতার পরবর্তী ধাপে অংশগ্রহনের জন্য থাইল্যান্ডের ব্যাংককে যেতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য।

২০২৪ সালের শুরুর দিকে এই প্রতিযোগিতা শুরু করা ১০০+ দেশের ১০,০০০ টি দলের মধ্যে, শুধুমাত্র ৩৬০টি স্টার্টআপ হাল্ট প্রাইজ ২০২৪ এর বিভিন্ন রিজিওনাল সামিটে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

উল্লেখ্য ‘হাল্ট প্রাইজ’ কে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। যৌথভাবে যার আয়োজক জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘হাফিংটন পোস্ট’ এই প্রতিযোগিতার নাম দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’।

প্রতি বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে বহু শিক্ষার্থী একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে ঝাঁপিয়ে পড়েন এই প্রতিযোগিতার সুবাদে। সমস্যার সমাধান ও সেই সমাধান থেকে ব্যবসার সুযোগ তৈরি করার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১১ কোটি টাকা)।

Related posts

কর অব্যাহতির দাবীতে অর্থ প্রতিমন্ত্রীর সাথে নবনির্বাচিত বেসিস কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ

Tahmina

জিপিফাই মিলছে আরও নতুন ১০ লোকেশনে

Tahmina

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস

Tahmina

Leave a Comment