টেকসিঁড়ি রিপোর্ট : ২৪, ২৫ মে দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে বাংলাদেশ এআই অলিম্পিয়াড ( BdAIO) ২০২৫ এর মেশিন লার্নিং ও প্রোগ্রামিং কনটেস্ট এর জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে চলছে ২ দিনের অনাবাসিক ক্যাম্প। লক্ষ্য, চীনের বেইজিং শহরে আগস্টের ২ থেকে ৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এআই আলিম্পিয়াড (IOAI)।
এর আগে গত ১৭ মে, শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ক্যাম্পাসে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব শেষ হয় ।

সকাল ৮ টায় আগত শিক্ষার্থীরা তাদের নির্ধারিত বুথ থেকে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ন করে। এরপর জাতীয় সঙ্গীতের পর বেলুন উড়িয়ে জাতীয় পর্বের উদ্বোধন ঘোষণা করা হয়।
সকালে উদ্বোধনীর পর্বের পর আয়োজিত হয় ৫ ঘণ্টাব্যাপী ‘মেশিন লার্নিং ও প্রোগ্রামিং কনটেস্ট’ এবং ৩০ মিনিটের এআই কুইজ প্রতিযোগিতা।


কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘লিভিং ইন এআই এরা’ শীর্ষক প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

বিকেলে সমাপনী পর্বের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. তৈয়বুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ গোষ, সিএসই বিভাগের চেয়ারম্যান মো. সাইফুর রহমান, রিভচ্যাটের ব্যবস্থাপনা পরিচালক এম রেজাউল হাসান ও বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

সমাপনী পর্বে মেশিন লার্নিং প্রতিযোগিতায় ১২ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২০ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন