23 C
Dhaka
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ওয়ালটনের ই-বাইক তাকিওন, ১৫ পয়সা খরচ প্রতি কিমিতে

টেকসিঁড়ি রিপোর্ট : দেশের বাজারে বিআরটিএ অনুমোদনপ্রাপ্ত প্রথম ইলেকট্রিক বাইক ওয়ালটনের তাকিওন। প্রতিষ্ঠানটি এবার নিয়ে এসেছে ১২০ কিমি পর্যন্ত রেঞ্জ এর নতুন ইলেকট্রিক বাইক তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার)।

তাকিওন ব্র্যান্ডের এই ই-বাইকটি একবার ফুল চার্জে ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। প্রতি কিমিতে এই বাইকে খরচ হবে মাত্র ১৫ পয়সা। লাল, ধুসর ও নীল এই তিনটি আকর্ষণীয় রঙে তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ইলেকট্রিক বাইকটি পাওয়া যাচ্ছে দেশের সকল ওয়ালটন প্লাজায়। এর দাম ১,৪৯,৫০০ টাকা।

দেশের সব ওয়ালটন প্লাজা থেকে সহজ কিস্তিতেও তাকিওন ব্র্যান্ডের সকল ইলেকট্রিক বাইক কেনা যাবে। তাকিওন বাইকে গ্রাহকরা ২ বছর পর্যন্ত পার্টস ওয়ারেন্টি সেবা পাচ্ছেন।

স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সাশ্রয়ী যান হিসেবে এই ইলেকট্রিক বাইকটির রক্ষণাবেক্ষণ খরচ কম এবং সহজে যে কেউ এটি চালাতে পারে। শহরে বা গ্রামের রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে তৈরি করা তাকিওন ১.০০(৩৮ এম্পিয়ার-আওয়ার) বাইকে রয়েছে ১.২ বিএলডিসি হাব মোটর।

এছাড়া ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট ৩৮ এম্পিয়ার-আওয়ার এর পরিবেশবান্ধব গ্রাফিন লেড এসিড ব্যাটারি। এর অন্যতম সুবিধা হলো এসি ২২০ ভোল্টের যে কোনো বৈদ্যুতিক লাইন থেকে সহজেই চার্জ করা যাবে। এটি মাত্র ৬-৮ ঘন্টায় ফুল চার্জ হবে। ১৪০ কেজি ওজনের এই ই-বাইকটি আরো ১৮০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। এতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক ও শক্তিশালী শক এবজরভার যা নিশ্চিত করবে আরামদায়ক ও নিরাপদ রাইডিং। সর্বোচ্চ ৫০ কিমি গতিতে চলার উপযোগী এই ইলেকট্রিক বাইকে রয়েছে গিয়ার শিফটিং মোড।

বাইকটির সামনে রয়েছে একটি এলসিডি ডিসপ্লে যাতে স্পিড, ব্যাটারি চার্জসহ লাইট ইন্ডিকেটর দেয়া হয়েছে। তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে তাকিওন লিও, তাকিওন ১.০০ (২৬ এম্পিয়ার-আওয়ার) মডেলের ইলেকট্রিক বাইক।

Related posts

এআইইউবিতে পালিত হলো এডব্লিউএস কমিনিউটি ডে ২০২৪

TechShiri Admin

জন্মান্ধরাও এবার দেখতে পাবে!

Tahmina

আইসিটি আইনে মামলা হচ্ছে পলক ও ইমদাদের নামে

Tahmina

Leave a Comment