টেকসিঁড়ি রিপোর্ট : ২১ থেকে ২৪ মে রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ১৯ তম বিডিনগ সম্মেলন।
প্রকৌশলীদের জন্য অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্ক অটোমেশন এবং এডভ্যান্সড বিজিপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ক কর্মশালা।
প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী। তিনি বাংলাদেশের ডিজিটাল প্রবৃদ্ধিতে নেটওয়ার্ক অপারেটরদের গুরুত্ব তুলে ধরেন।
বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, বাংলাদেশের প্রযুক্তি প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য অধিকতর ভালো ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে আসছি আমরা।
তিনি আরো বলেন, আমরা যখন বিডিনগ সম্মেলন শুরু করি, তখনকার সাথে তুলনা করলে এখন আমাদের প্রকৌশলীরা আরও অনেক বেশি দক্ষ। এই দক্ষ মানব সম্পদ তৈরিতে বিডিনগের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। ইন্টারনেট অবকাঠামোর ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শী অন্তর্দৃষ্টি দিয়ে তৈরি করে।

বিশেষ অতিথি হিসেবে অ্যাপনিক APNIC pty ltd-এর মহাপরিচালক জিয়া রং লো উপস্থিত ছিলেন যা বিডিনগ পরিবারের জন্য সত্যিই একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত!
IIJ-এর ইয়োশিনোবু মাতসুজাকি “IPv6 Mostly Experience at APRICOT”-এ তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
FLEXOPTIX-এর তাশি ফুন্টশো “অপটিক্স ১০১ ফর নন-অপটিক্স ফোকস”-এর উপর জটিল ধারণাগুলিকে সহজ বোধযোগ্য জ্ঞানে ভাগ করে একটি আকর্ষণীয় বক্তৃতা দিয়েছেন।
আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ প্রসঙ্গে বলেন, বিডিনগ সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট খাতের উন্নয়নের পাশপাশি ধারাবাহিকভাবে দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হচ্ছে। এর মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলীগণ ইতোমধ্যে বিদেশে নিজেদের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে, আমরা আশাকরি যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে আমরা অবদান রাখতে পারবো।
বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুত বলেন, এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক এক্সপার্টরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
আইএসপিএবি সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভুঁইয়া বলেন, এই সম্মেলনের মাধ্যমে তৈরী প্রকৌশলীরা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে নিরাপদ ইন্টারনেট সেবা প্রদানে ভূমিকা রাখছে। আমরা যত বেশি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবো, আমাদের ইন্টারনেট ততবেশি নিরাপদ ও স্বাচ্ছন্দময় করতে পারবো।