23 C
Dhaka
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ওয়ালটন কম্পিউটার কিনে শতভাগ ক্যাশব্যাক পেলেন ৬ ক্রেতা

টেকসিঁড়ি রিপোর্ট : ৬ জন ক্রেতা ওয়ালটন কম্পিউটার পণ্য কিনে শতভাগ ক্যাশব্যাক পেয়েছেন। এছাড়া বিভিন্ন অংকের ক্যাশব্যাক পেয়েছেন আরো অসংখ্য ক্রেতা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এই ক্যাশব্যাক মিলছে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অফার চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।

উল্লেখ্য, প্রযুক্তিপণ্যের ক্রেতাদেরকে আরো সাশ্রয়ী মূল্যে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস প্রদানে আবারও শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গত ৮ ফেব্রুয়ারি ওয়ালটন কম্পিউটার ক্যাশব্যাক অফারের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ক্যাম্পেইন শুরুর পর পরই টাঙ্গাইলের নাগরপুর ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পান মোহাম্মদ কাউসার।

এরপর যশোরের নিউমার্কেট ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান মো. বদরুল আলম আব্বাসী। ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম থেকে কিস্তিতে একটি ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক বিজয়ী হন শিক্ষার্থী মোঃ মোস্তাকিন বিল্লাহ মাসুম। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া ওয়ালটন প্লাজা থেকে আরেকটি ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান জান্নাতুল ইসলাম তুয়া।

এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক বিজয়ী হয়েছেন মোঃ রেদওয়ান সরকার। আর আমানতগঞ্জ বরিশাল ওয়ালটন প্লাজা থেকে এন৪০প্রো মডেলের ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান মোঃ ইশাদ আকন।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, এই অফারের আওতায় ক্রেতাগণ দেশের সকল ওয়ালটন প্লাজা থেকে ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ২৭ ইঞ্চি মনিটর, সিঙ্গেল ফাংশন প্রিন্টার, ওয়ালপ্যাড ৮জি ট্যাবলেট, সকল মডেলের ব্লুটুথ স্পিকার, পোর্টেবল এসএসডি, পাওয়ার সাপ্লাই ইউনিট, ৩০০ এমবিপিএস রাউটার, ওয়েট স্কেল, ওয়েবক্যাম, পেনড্রাইভ, পাওয়ারব্যাংক, নেটওয়ার্ক সুইচ, নেকব্যান্ড, মাউস, কিবোর্ড, হেডফোন, মাইক্রো এসডি কার্ড, হাব, ই-রাইটিং প্যাড, সিপিইউ কুলার, সিসিটিভি, কার্ড রিডার, ক্যাবল ও কনভার্টার পণ্য কিনে ১০০% শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারছেন।

১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের এ অফার শুধুমাত্র ওয়ালটন প্লাজা হতে কম্পিউটার পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। পণ্য ক্রয়ের সাথে সাথে ক্যাশব্যাকের পরিমাণ এসএমএস (SMS) এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হচ্ছে। নগদ ক্রয়ের ক্ষেত্রে ক্যাশব্যাক এ প্রাপ্ত টাকা ক্রেতা ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সমন্বয় করতে পারছেন।

আর কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার প্রথম মাসের কিস্তির সাথে ক্যাশব্যাক এ প্রাপ্ত টাকা সমন্বয় করা হচ্ছে। ক্যাশব্যাক অফারে ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে অন্যকোনো অফার প্রযোজ্য নয়।

Related posts

হ্যাকের শিকার হলো পোকেমন

Tahmina

এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ইসলাম

TechShiri Admin

Leave a Comment