28 C
Dhaka
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

‘বেসিস জাপান ডে উদযাপিত , ২টি সমঝোতা চুক্তি সম্পন্ন

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ-জাপান বাণিজ্য উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মঙ্গলবার ১৭ ডিসেম্বর, ২০২৪ রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজন করেছে ‘বেসিস জাপান ডে ২০২৪’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করনে বেসিস জাপান ডে ২০২৪-এর সহ-আহ্বায়ক দেওয়ান সামির। এছাড়াও, মিয়াজাকি বিশ্ববিদ্যালয়, জাপানের পরিচালক এবং সহ- সভাপতি ইয়াসুয়ে ইয়োশিনারি, জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন), মিয়াজাকি সিটির ভাইস মেয়র হিদেনারি নাগায়ামা, জেট্রো’র গবেষণা উইং আইডিই’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়োমি মুরায়ামা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বেসিস ও মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত জাপানের ভাষা শিক্ষা প্রোগ্রাম বি-মিট এর ৯টি ব্যাচের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দুইটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বেসিস জাপান ডেস্ক এবং মিয়াজাকি আইটি প্লাস-এর মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিতে বেসিস-এর পক্ষে স্বাক্ষর করেন বেসিস জাপান ডেস্ক-এর চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু এবং মিয়াজাকি প্লাসের প্রেসিডেন্ট নোরিয়াকি ওয়াকাদা। অপর চুক্তিটি সম্পাদিত হয়েছে অনুষ্ঠানের গোল্ড স্পন্সর কাওয়াই ও ই-গ্রোথ এর সঙ্গে।

অনুষ্ঠানে “ডিজিটাল ট্রান্সফরমেশন: জাপান-বাংলাদেশ সহযোগিতার সুযোগ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব।

বাংলাদেশের দক্ষ-স্বল্পদক্ষ তরুণদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

তিনি বলেন, “বর্তমানে বিশেষ করে চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে আইসিটি অর্থনীতির চালিকা শক্তি। এক্ষেত্রে জাপানের আইসিটি খাতে বাংলাদেশের তরুণেরা সেরা কর্মী।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, “সরকারি- বেসরকারি উভয়ের মধ্যেই আইসিটি উন্নয়নে প্রতিযোগিতা, সহযোগিতা ও দীর্ঘ মেয়াদি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর ব্যবসায় পরিবেশ উন্নয়ন হলে জাপান থেকে বাংলাদেশে আরো বিনিয়োগ আসবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস জাপান ডেস্ক-এর চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু। অনুষ্ঠানে বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জাপানি ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

Related posts

মার্কিন সরকারে ইলন মাস্কের কর্মজীবন শেষ

Tahmina

‘সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হোক’

Tahmina

লস অ্যাঞ্জেলেস দাবানল: ইলন মাস্ক পৌঁছে দিলেন স্টারলিংক

Tahmina

Leave a Comment