20 C
Dhaka
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

কম্পিউটার সোসাইটি এবং আইবিসিএস প্রাইম্যাক্স এর সমঝোতা

টেকসিঁড়ি রিপোর্টঃ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং আইবিসিএস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেডের মধ্যে ৩০ নভেম্বর, ২০২৪ তারিখে একটি সমঝোতা (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এ সমঝোতা চুক্তির মাধ্যমে আইবিসিএস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে পেশাজীবী প্রশিক্ষণের উপর সেরা কর্পোরেট অফারের আওতায় নিয়ে এসেছে।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পক্ষে ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক), জয়নাল আবেদিন এবং আই বি সি এস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেডের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার এস, এম, সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক, কাজী আশিকুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আইবিসিএস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড দীর্ঘ ২৫ বছর যাবত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে নিয়োজিত পেশাজীবীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে অত্যন্ত সুনামের সহিত পেশাজীবী প্রশিক্ষন দিয়ে আসছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সেক্রেটারি জেনারেল এলিন ববী, জয়েন্টসেক্রেটারি (ফাইন্যান্স) জারাফাত ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ শাহরিয়ার হোসেন খান, কাউন্সিলর প্রকৌশলী মোঃ ওয়াহিদ মুরাদ, মুহাম্মদ ওমর সিদ্দিক, বায়েজীদ হাসান ভূঞাঁ, মোঃমানিরুল ইসলাম, প্রকৌশলী এস. এম. পারভেজ রানা, মোঃ তানভিদুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Related posts

১৮ কোটি টাকা ব্যয়ে ‘শেখ জামাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ ল্যাব’ হবে ডিআরএমসিতে

Tahmina

এআইকে শিল্পীদের ঠকাতে দেবেন না : বিটলস তারকা ম্যাককার্টনি

Tahmina

ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : নাহিদ

TechShiri Admin

Leave a Comment